রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাবান, ১৪৪৬ হিজরি

Last Updated on ফেব্রুয়ারি ২, ২০২৫ by

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত


আরো একবার ফাইনাল-দুঃস্বপ্ন মন ভাঙলো দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের। প্রোটিয়াদের হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলো ভারত। ২০২৩ সালে প্রথম আসরেও চ্যাম্পিয়ন হয়েছিল ভারতের মেয়েরা। সেবার তারা হারিয়েছিল ইংল্যান্ডকে। এবার প্রোটিয়াদের ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা ঘরে তুললো ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। কুয়ালালামপুরে বায়োমাস ওভালে স্পিনসহায়ক পিচে ধুঁকেছে দক্ষিণ আফ্রিকা। পুরো ২০ ওভার কাটিয়ে মাত্র ৮২ রানে অলআউট হয় প্রোটিয়া মেয়েরা। চার ব্যাটার কেবল দুই অংক ছুঁতে পেরেছেন। কিন্তু কেউ ত্রিশও করতে পারেননি। মিকে ফন ভরস্টের ১৮ বলে ২৩ রানের ইনিংসটি দলীয় সর্বোচ্চ। ভারতের গনগাদি তৃষা মাত্র ১৫ রান খরচায় শিকার করেন ৩টি উইকেট। জবাবে ১১.২ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ওপেনার কামিলিনি ৮ রানে ফিরলেও গনগাদি তৃষা আর সানিকা চাকে দল জিতিয়ে মাঠ ছাড়েন। তৃষা ৩৩ বলে ৪৪ আর চাকে ২২ বলে ২৬ রানে অপরাজিত থাকেন।

About The Author

শেয়ার করুন