অনূর্ধ্ব-১৭ ক্রিকেট দলের অধিনায়ক ভোলাহাটের নাঈম

23

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার প্রত্যন্ত অঞ্চল চরধরমপুর গ্রামের আব্দুল লতিফের ছোট ছেলে নাঈম আহমেদ এখন অনূর্ধ্ব-১৭ ক্রিকেট দলের অধিনায়ক। বাম হাতী ব্যাটসম্যান নাঈমের বাবা আব্দুল লতিফ রহনপুর এ.বি সরকারি উচ্চ বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির কর্মচারী। মা আমেনা বেগম একজন গৃহিণী। নাঈম একা একা ৮/১০দিন ঘুরে ফিরে কাঠমিস্ত্রীকে হাজারো অনুরোধ করে একটি ক্রিকেট খেলার বল তৈরী করে নিয়ে মা-বাবাকে দেখায়। নাঈমের এমন আকাঙ্খায় কিছুটা ক্ষিপ্ত হলেও নিরুৎসাহিত করেননি ছোট ছেলে নাঈমকে। মা-বাবা ও নাঈম মিলে ক্রিকেট টিম তৈরী করে পাশের আম বাগানে ক্রিকেট খেলার যাত্রা শুরু করে।
নাঈমের বাংলাদেশ ক্রিকেট অনুর্ধ্ব-১৭’র অধিনায়ক হয়ে পাকিস্তান অনূর্ধ্ব-১৭ দলের বিরুদ্ধে অধিনায়ক হয়ে লড়াই করবে।
বয়সভিত্তিক বাংলাদেশ জাতীয় ক্রিকেট অনূর্ধ্ব-১৭’র অধিনায়ক নাঈম আহমেদের জীবনের প্রথম বিদেশ সফর তাও আবার একটি জাতীয় ক্রিকেট দলের নেতা হয়ে তাই আনন্দ অনেক আনন্দে ভাসছে ভোলাহাটবাসী। ছোট থেকে নাঈমের স্বপ্ন একজন ভালো ক্রিকেটার হিসেবে নিজেকে গড়ে তোলা। তাই বাবা মার হাত ধরে শুরু হয় নাঈমের ক্রিকেট খেলার পথচলা।
নাঈমের বাবা জানান, নাঈম আমার ছোট ছেলে। আমার ছেলে বাম হাতে ব্যাট করে। নাঈম ছোট বেলা থেকে গোমস্তাপুর উপজেলার রহনপুর আম বাগানে কাঠের বলে খেলত। চাঁপাইনবাবগঞ্জ জেলাতে প্রায় তিন বছর পূর্বে ক্রিকেটে নাঈম প্রথম স্থান অধিকার করে। পরে বিকেএসপি’তে ২০১৭ সালে ভর্তি হয়ে অধ্যয়ন অবস্থায় যোগ্য ক্রিকেটার হিসেবে অনূর্ধ্ব-১৭ অধিনায়কের দায়িত্ব পায় নাঈম।
নাঈমের বাবা আব্দুল লতিফ ও মা আমেনা বেগম তাদের প্রতিক্রিয়ায় জানান, তাদের ভাঙ্গা ঘরে চাঁন্দের আলো প্রবেশ করবে কখনো চিন্তায় করিনি। ২১অক্টোবর সোমবার নাঈমের দল অনূর্ধ্ব- ১৭ বাংলাদেশ থেকে সন্ধ্যা ৭:৪০মিনিটে বিমানে পাকিস্তানে খেলার উদ্দেশে উড়াল দেয়।