গত কয়েক বছর ধরেই কাজল আরেফিন অমির নাটক মানেই হুলুস্থাল কা-। এই সময়ে তার পরিচালিত নাটকগুলো দর্শকপ্রিয়তা এবং ইউটিউব ভিউয়ের দিক দিয়ে ছিলো এগিয়ে। গেলো ঈদেও তার ব্যাতিক্রম হয়নি। অমির পরিচালনায় ‘ব্যাচেলর রমজান’, ‘ব্যাড বাজ’, ‘দ্যা কিডনাপার’, ‘ফিমেল টু’, ‘হেল্প মি’ নাটকগুলো ছিলো তুমুল দর্শকপ্রিয়তায়। এবার ‘ব্যাড বাজ’ নাটকটি ইউটিউবে মাত্র ২৮ দিনে অতিক্রম করলো কোটির ভিউয়ের ঘর। আর তার সঙ্গে নির্মাতা হিসেবে অমি পা রাখলেন ২৩ তম নাটকের কোটি ভিউয়ের রেকর্ডে। বিষয়টি অবাক করার মতো হলেও সত্যি। এতটা অল্প সময়ে আর কোনো নির্মাতারই ২৩ টি নাটক কোটির ঘরে পা রাখেনি। বিষয়টি নিয়ে কাজল আরেফিন অমি বলেন, ২৩ টি নাটক কোটির ঘরে পা রাখলো। নির্মাতা হিসেবে এটা আমার জন্য অনেক বড় পাওয়া। কারণ দর্শকরা যদি পছন্দ না করতো তবে এটা সম্ভব হতো না। আমি সব সময় বলি আমি সাধারণ দর্শকদের জন্য নির্মাণ করি। সেদিক থেকে এ নাটকগুলোর গল্প-নির্মাণ-চরিত্র সবই সেভাবেই করার চেষ্টা করেছি। সামনেও যেন এই ধারাবাহিকতা বজায় থাকে সেই চেষ্টাটা থাকবে।