মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on জুলাই ১০, ২০২৪ by

অতিরিক্ত ২.৫ কোটি রুপি বোনাস নিতে অস্বীকৃতি জানালেন দ্রাবিড়

১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ভারতের জন্য ১২৫ কোটি রুপি বোনাসের ঘোষণা দেয় বিসিসিআই। যেখানে পাঁচ কোটি রুপি বোনাস বরাদ্দ রাখা হয় প্রধান কোচের দায়িত্বে থাকা রাহুল দ্রাবিড়ের জন্য। তবে অন্যান্য সাপোর্ট স্টাফদের সমান বোনাস চান দ্রাবিড়। ১২৫ কোটি রুপি প্রাইজমানির ক্ষেত্রে খেলোয়াড়দের সমান পাঁচ কোটি রুপি বোনাস বরাদ্দ রাখা হয়েছিল প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের জন্য। তবে বিভিন্ন সূত্র জানিয়েছে এই অর্থ নিতে অস্বীকৃতি জানিয়েছেন দ্রাবিড়। বাকি সাপোর্ট স্টাফদের মতো আড়াই কোটি রুপি বোনাস নিতে চান তিনি। যাদের মধ্যে আছেন ব্যাটিং কোচ বিক্রম রাঠোর, ফিল্ডিং ও বোলিং কোচ। বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, ” রাহুল (দ্রাবিড়) বাকি সাপোর্ট স্টাফদের সমান ২.৫ কোটি রুপি বোনাস চেয়েছিল। আমরা তার মতামতকে সম্মান করি।” এটাই প্রথমবার নয় যেখানে দ্রাবিড় বোনাসের ক্ষেত্রে সমান অর্থ নিয়েছেন। এর আগে ২০১৮ সালে ভারত অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ হয়ে বিশ্বকাপ জিতেছিলেন রাহুল দ্রাবিড়। তাকে ৫০ লাখ রুপি ও অন্যান্য সাপোর্ট স্টাফদের ২০ লাখ রুপি বোনাসের দেওয়ার ঘোষণা দিয়েছিল বিসিসিআই। তবে অন্যান্য স্টাফদের নিয়ে অর্থের সমান বন্টন চেয়েছিলেন দ্রাবিড়। শেষ পর্যন্ত সবাই ২৫ লাখ রুপি করে বোনাস পেয়েছিলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ক্রিকেটারদের সবার জন্য ৫ কোটি রুপি বোনাস ঘোষণা করেছিল বিসিসিআই। সমান অর্থ পুরস্কার রাখা হয়েছিল প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের জন্য। বাকি সাপোর্ট স্টাফদের প্রত্যেকের জন্য রাখা হয়েছিল ২.৫ কোটি রুপি বোনাস। পাশাপাশি নির্বাচক ও দলের সাথে ভ্রমণ করা খেলোয়াড়েরা পেয়েছেন এক কোটি রুপি করে।

About The Author

শেয়ার করুন