চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ঘর্ষণে প্রাণ গেল যাত্রীবাহী বাসচালকের সহকারীর। নিহত ব্যক্তি জেলার নাচোল উপজেলার ফাজিলপুর কালইর গ্রামের মৃত গান্ধী বর্মনের ছেলে রাজেশ্বর (৪৮)। রবিবার বিকেল পৌনে ৫টায় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের হরিপুর ব্রিজ এলাকায় এ দর্ঘটনা ঘটে।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মো. মাহফুজুল হক চৌধুরী জানান, রবিবার বিকেল পৌনে ৫টায় একটি যাত্রীবাহী বাস রাজশাহীর দিকে যাচ্ছিল। পথে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের হরিপুর ব্রিজ এলাকায় একটি ট্রাককে ওভারকেট করার সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ওই ট্রাকের ঘর্ষণে বাসচালকরে সহকারী গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে।