অটোচালক তোজামিল বাঁচতে চান

15

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের গোকুল গ্রামের সুকুমুদ্দিনের ছেলে ব্যাটারিচালিত অটোরিকশা চালক মো. তোজামিল হোসেন (২৫)। গত প্রায় এক বছর থেকে মাঝে মধ্যেই অসুস্থ বোধ করেন তোজামিল। গত ছয় মাস আগে হৃদরোগ ধরা পড়ে। সর্বশেষ গত ১৪ মে ঢাকায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা করে জানতে পারেন তার দুটি ভাল্ব নষ্ট হয়ে গেছে।
চিকিৎক বলেছেন, অপারেশন করতে তিন লক্ষাধিক টাকা লাগবে। কিন্তু এত টাকা তোজামিলের নেই। একদিকে চিকিৎসা, অন্যদিকে সংসার চালাতে গিয়ে অটোরিকশাটি বিক্রি করে দিয়েছেন। সহায়সম্বল নেই। স্ত্রী এবং ৪ বছরের এক ছেলে ও ২ বছরের এক মেয়েকে নিয়ে এই বয়সে পড়েছেন বিপাকে। শরীর অসুস্থ থাকায় কোনো কাজও করতে পারছেন না তিনি। ছোটবেলায় বাবাকেও হারিয়েছেন। এখন তিনি ভাইদের কাছে বোঝা হয়ে গেছেন।
এ অবস্থায় তিনি সরকার ও সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন। আর্থিক সহায়তার মাধ্যম বিকাশ নম্বর ০১৩২৬২৩০০২১।