চাঁপাইনবাবগঞ্জে আগুনে পুড়ে যাওয়া স্বামী পরিত্যক্তা মৌসুমীকে ঘর নির্মাণের জন্য ২ বান্ডিল ঢেউটিন দিয়েছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ-স্বাচিপের সভাপতি ডা. গোলাম রাব্বানী। সোমবার বেলা ১১টায় পৌরসভার রেলবাগান এলাকায় মৌসুমীর বাসায় গিয়ে তার হাতে ঢেউটিন তুলে দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন- জেলা ওয়েলফেয়ার ক্লাবের সভানেত্রী ও ডা. রাব্বানীর সহধর্মিণী সেলিনা বিশ্বাস, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-৩ নাজনীন ফাতেমা জিনিয়া, জেলা আওয়ামী লীগ সদস্য আবু সুফিয়ান, কৃষক লীগ নেতা পাতানুর ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আব্দুল জাব্বারসহ অন্যরা।
জানা গেছে, প্রায় বছরখানেক আগে কয়েলের আগুনে পুড়ে যায় মৌসুমীর বাড়ি। সে সাথে পুড়ে যায় বাড়ি-লাগোয়া মুদি দোকানটিও। অসহায় মৌসুমী রোদ-বৃষ্টিতে কোনো মতে আগুনে পুড়ে যাওয়া টিনগুলো জোড়াতালি দিয়ে বাস করছিলেন।
তার অসহায়ত্বের কথা জানতে পেরে ডা. গোলাম রাব্বানী সোমবার মৌসুমীর হাতে ঢেউটিন তুলে দেন।